যতই করো বড়াই তুমি ক্ষমতা আর বিত্তের,
দুঃখের দিনে কেউ রবে না বন্ধু হয়ে সঙ্গে ;
শঙ্কা তোমার থাকবে মনে পথ না ধরলে সত‍্যের,
যতই করো বড়াই তুমি ক্ষমতা আর বিত্তের!
তোমার চোখে লোভ লালসা অবৈধ সব অর্থের,
অর্থলোভী পাপী রা তাই ছড়ি ঘুরায় বঙ্গে!
যতই করো বড়াই তুমি ক্ষমতা আর বিত্তের,
দুঃখের দিনে কেউ রবে না বন্ধু হয়ে সঙ্গে।