মেঘের পরে মেঘ জমেছে
বৃষ্টি এবার নামবে ,
হঠাৎ আসা দমকা হাওয়ায়
ঝুমকোলতা নাচবে ।
বনের ধারে গাছের  পরে
এলোকেশী চুল ,
ঝুমকোলতায় ফুল ফুটেছে
যেন কানের দুল ।
ঝুমকোলতার নাম দিয়েছে
কৃষ্ণকমল ফুল .
রাধীকা নাচন বলছে কেউ
বলছে রাখী ফুল ।
ঝুমকোলতার বাহারী রঙ
চোখ জুড়িয়ে যায় ,
বৃষ্টি ভেজা পাতার ফাঁকে
সে যেন দোল খায় ।