কে বলিছে আজ তুমি নেই ! তুমি আছো থাকবে
পিতার আসন লয়ে তুমি ছবি হয়ে ভাসবে ,
চোখের তারায় মনের পাতায় শুধু তুমি বঙ্গবন্ধু ,
তোমার তীব্র বজ্রকন্ঠে বাঙালীর মন উত্তাল সিন্ধু ।


আঁধার রাতের অমানিশা ভেদি তুমি গাহিয়াছো
মুক্তির জয়গান, স্বাধীনতার স্বাদ তুমি দানিয়াছো ;
তোমার স্মৃতি তোমার কণ্ঠ তোমার জয় গান ,
বিদ্রোহ করে প্রতিবাদ করে বাংলাদেশীর প্রাণ ।


ছায়া সঙ্গী হয়ে আছো বাড়িয়ে দিলাম হাতটা ,
ঊষার আলোর স্বপ্ন বুনে কাটিয়ে দিলাম রাতটা ;
তোমায় ভুলে থাকে কোন সে অর্বাচীন ?
তারে তরে ক্ষোভ আর শত ধিক দ্বিধাহীন ।


               *******


আগস্ট মানেই শোকের মাস , জাতির পিতাকে হারাবার মাস , অশ্রুসিক্ত বেদনার মাস । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আমার এই ক্ষুদ্র প্রয়াস ও শ্রদ্বাঞ্জলী।