নিজেরে যে কবি ভাবে
সে তো কবি নয়
লোকে যারে কবি বলে
সে ই কি কবি হয়?
নিজের ঢোলক নিজেই বাজায়
বলে আমি কবি,
ছন্দ মাত্রা বুঝে না সে
কবিতা তার হবি।
নানা রকম ভাবনা লেখে
এলোমেলো বাক‍্যে,
পাঠ উদ্ধারে ব‍্যর্থ লোকে
বলে করো রক্ষ‍ে!
গদ‍্য পদ‍্য সব লেখাতে
সমান পারদর্শী,
আবৃত্তিতেও তিনি নাকি
খুবই অনলবর্ষী!
উচ্চারণে একটু কাঁচা
কণ্ঠ যে বাজ খাই,
ছড়ায় না কি স্বরবৃত্ত,
বুঝি না দুর ছাই!