কবিতার হাত ধরে ভুলে যেতে চাই
মন খারাপের সব যন্ত্রণা ,
যখন খুব ছোট ছিলাম ,মন খারাপ হলে
মায়ের আঁচল ধরে থাকতাম ;
একটু যখন বড় হলাম, মন খারাপ হলে
অভিমানে কারও সাথে কথাই বলতাম না ।
তারপর যখন আরও একটু বড় হলাম
ভালবাসতে শিখলাম ,
মায়ার বাধনে নিজেকে জড়ালাম ,
প্রেমে পড়লাম ;
তখন আমার কত বন্ধু ,
আমার পাশে থাকার কত হাত ,
ভাবতাম নিজেকে কত ভাগ্যবান ।
প্রেমের পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে
কখনও ভাবতে পারিনি ,
প্রেমের কারনে ছিন্ন হলো সব স্নেহের বাঁধন ;
রুদ্ধ হলো মসৃণ পথ চলা ।
বেকারত্বের কলঙ্ক নিয়ে জীবন কাটাই ,
প্রিয়ার দু চোখে বিতৃষ্ণা দেখতে পাই ;
মন আমার ব্যথায় নীল হয় ,
আমি আকাশের শূন্যতায় খুঁজি সান্ত্বনা ,
শুকনো নদীর বালুতটে খুঁজি আমার মন ।
আমি হারিয়ে ফেলি নিজেকে
নেশার আবর্তে তলিয়ে গেলাম ,
এখন আমার সারাক্ষণ মন খারাপ ,
ধরে থাকার মত আঁচল খুঁজে পাইনা ,
অভিমান করার মত বন্ধুর দেখা পাইনা ।
অবশেষে একদিন কবিতা আমায় পথ দেখায় ,
বন্ধু হয়ে পাশে দাড়ায় ;
কবিতার মাঝেই খুঁজে পাই আমি
সব প্রেম ভালবাসা স্নেহ মায়া ,
এখন আমার মন খারাপ হলে
কবিতার হাত ধরি ।