সত‍্য আজ পিছিয়ে পড়েছে মিথ‍্যের আগ্রাসনে,
ভাল কাজ পড়ে ডাকা মন্দ কাজের আবরণে ;
সবাই জানে সবাই বোঝে মিথ‍্যে বলা মহাপাপ,
তবু কেন মানুষ মিথ‍্যে বলে কিনছে অভিশাপ।
তোশামোদকারী মোসাহেবে ভরে গেছে বিশ্বটা,
দিনে দিনে কঠিন হচ্ছে  ভাল মানুষের জীবনটা ;
যে যার মত গড়ছে জীবন করছে পুকুর চুরি,
দেশ ও দশের কথা না ভেবে করে ছলচাতুরী।
দুর্নীতি ও দুঃশাসনের আজ চলছে মহোৎসব,
গরীব মরে ক্ষুধায় ধনীরা লুটেপুটে খায় সব।