চৈতন‍্য হারিয়ে গেল আজ
বিবেক হয়েছে যে অন্ধ,
মানবতা ডুমুরের ফুল
গণতন্ত্রের দ্বার বন্ধ।
ভালবাসা প্রেমহীন কায়া
স্বার্থের আবর্তে সে বন্দী,
স্নেহ মায়া তারা আজ শুধু
কিছু পেতে করছে ফন্দী।
সুখ সমৃদ্ধি উন্নতি সবই
পাপীদের দখলে আজ,
ধর্ষিতার কান্না দেখে মুখ
ঢেকে হাসে নষ্ট সমাজ।
চলছে দুর্নীতি দুঃশাসন
বিচার আজ প্রহসন,
যদি আসে মরণ সমন
কে বাঁচাবে তোর জীবন?