তোমরা যখন ভোরে স্কুলে যাও আমি ছুটে যাই কাজে ,
সারাটি বছর কাটে অর্ধাহারে বলিতে পারিনা লাজে ;
বাবা রিকশা চালায় একবেলা আর এক বেলা ঘুমায় ,
মা কাজের বুয়া সারাদিন কাজ রাত্রিতে শুধু ঝিমায় ।

দুবেলা দুমুঠো ভাত খেতে তাই ছোট হতে কাজ ধরি ,
চায়ের দোকানে বয় গিরি করি সারাদিন খেটে মরি ;
তোমরা সকালে নাস্তা করো জানি ডিম রুটি কলা দিয়ে ,
সকালে আমরা খাই শুকনো রুটি চিনি ছাড়া রচা পিয়ে ।

তোমাদের দিন কাটে পড়ালেখা খেলা ও হাসি ঠাট্টায় ,
আমাদের কাজে খুশী নয় কেউ সকলেই ধম্‌কায় ;
তোমরা হবে ডাক্তার ব্যারিস্টার কেউবা ইঞ্জিনিয়ার
নেতা হয়ে কেউবা আবার রাজা হবে সারা দুনিয়ার
মনে জাগে আশা একদিন যাব তোমাদের সাথে স্কুলে
সেদিন আমায় ঠাঁই দিয়ো পাশে মনের দুয়ার খুলে ।