আকাশে মেঘের ঘনঘটা বজ্রের গর্জন
ঘূর্ণী হাওয়ায় আসে ধেয়ে কালবৈশাখী ঝড়
নিমেষেই ভেঙ্গে যায় সব যত্নে গড়া ঘর
দমকা হাওয়ার দোলায় ঝরে বরিষণ ।
চৈত্রের শেষে গ্রীষ্মের শুরু তপ্ত ধরাতল ,
উত্তরীয় এলোমেলো বায়ু ছোটে চারিধারে
বিদুৎ চমকে বজ্রপাত হয় একাধারে ;
ঝরাপাতা ধুলোবালি ওড়ে আঁধারে অতল ।


মেঘলা আকাশে পাখি ফিরেছে কূলায় ,
ঝড়ো হাওয়ার তান্ডবে সে ঠিকানা হারায় ।


হঠাৎ আসে হঠাৎ যায় করে তছ্ নছ্ ,
মানব জীবনে নেমে আসে হঠাৎ ভাঙ্গন
সব হারিয়ে অনেকে বয় দুঃসহ বেদন ;
প্রাণে জাগে বিরহ ভাবনা করে খচ্ খচ্ ।


অক্ষরবৃত্ত - মূলপর্ব ১০ অতিপর্ব -৬
পের্তাকীয় রূপকল্পে