পৃথিবী আজ
ক্রমশঃ এক কালো ছায়ায় ঢাকা পড়ছে,
সবুজ শ্যামল প্রান্তর পাহাড় নদী ঝর্ণাধারা,
সাগর মহাসাগর দেশ মহাদেশ বিস্তির্ণ বনানী ;
ফসলের মাঠ ফুলে ফলে ভরা বাগান মরুদ্যান,
পশু পাখীর কলতান ,
লোকালয়ে মানুষের বিচরণ, সভ্যতার বিকাশ
সবই আছে ঠিক আগের মতই গতিশীল,
আছে প্রযুক্তির চরম উন্নয়ন,
আছে মানুষের আধিপত্য বিস্তারের অদম্য নেশা ।
হয়তো তাই এখানে এখন নেই প্রেম ভালবাসা ,
নেই  মানবতা স্নেহ মায়া সহমর্মিতা ;
এখানে এখন ভালবাসা হয় স্বার্থের বিনিময়ে ,
অর্থ বিত্ত অস্রের ভান্ডার যার হাতে সে ই আজ
কায়েম করছে স্বরাজ ।
নীতি নৈতিকতা মানবিকতা আজ পরাহত ,
শোষণ বঞ্চনা অন্যায় অবিচার দুর্নীতি দুঃশাসন
ধর্ষণ গুম হত্যা চলছে অবলীলায় ,
আদিম বন্যতা বাসা বাধছে সভ্য মস্তিষ্কে ;
প্রযুক্তির চরম বিকাশে বিনাশ হচ্ছে মানবিকতা ,
আজ অন্ধের হাতে আলোর মশাল ,
অজ্ঞের হাতে ক্ষমতার দন্ড ,
ভিক্ষুক পেয়েছে হিরকের সন্ধান ;
আসছে মহা বিপদ সংকেত
মহা প্রলয়ের অশনি সংকেত ।