বাগানে ফুটেছে আজ কনকচাঁপা ফুল ,
হলুদ বরন তার  অপরূপ সাজ ,
গুল্ম বনে ফুটে রয় নিয়ে কত লাজ ;
অনাদরে দেখি তারে সে আমার ভুল ।
বসন্তে ফোটে যে ফুল হলুদ বাহার ,
প্রকৃতি প্রেমী জনের দু চোখ জুড়ায় ,
বিধাতার দেয়া ঘ্রাণ কভু কি ফুরায় ;
রূপে গন্ধে  তুলনা যে হয়না তাহার ।


ভালবাসে তারে  কত পল্লীর বালিকা ,
মালা করে গলে পরে ভাবে সে রাধিকা ।


চকিতে চরণ থামে  ঘন কালো চুল ,
নয়নে নয়ন রেখে করে কত খেলা ,
হলুদিয়া পাখি যেন  দুটি ডানা মেলা ;
সবুজ  পাতার ফাঁকে  কনকচাঁপা ফুল  ।