কার কাছে কই মনের কথা
কেউ তো আমার নয়,
আপন যারা তারা এখন
দেয়না পরিচয়!
যখন আমার বিত্ত ছিল
ছিল টাকার গরম,
তখন সবাই আপন ছিল
মনটা ছিল নরম।
এখন আমি সর্বহারা
অর্থ বিত্ত নাই,
সবার কাছে তাইতো এখন
লাঞ্ছনা যে পাই।
কেউ শোনে না আমার কথা
করছে অবহেলা,
জীবন নামের নদীর বুকে
শূন্য‍ আমার ভেলা।
ভালবাসার মানুষগুলো
যাচ্ছে দূরে সরে,
আপন আমার রইলো না কেউ
রইনু একা পড়ে।


***
কৃতজ্ঞতা : ভারতীয় টিভি চ‍্যানেলের টিভি সিরিয়াল ' কার কাছে কই মনের কথা ' নামটি আমার খুব ভাল লাগায় সেই
শিরোনামে এই কবিতাটি রচনা করেছি।