জীবন আজ এক সুরক্ষিত কারাগার,
মুক্তির আশা নেই, পথ নেই পালাবার।
বন্দীরা আজ নিজেরা নিজেদের প্রহরী,
থেমে গেছে ঝংকার, জীবনের সুর লহরী।

অরক্ষিত আজ পথ ঘাট খোলা আকাশ,
স্তব্ধ নগরীতে বইছে বিশুদ্ধ বাতাস।
প্রকৃতি আজ মুক্ত সেজেছে সে নানাবর্ণে,
স্বেচ্ছা গৃহবন্দী মানুষ ভয় পেয়ে মরনে।

যুগে যুগে ধরায় মহামারী আসে যায়,
মানুষ লড়াই করে প্রতিবার বেঁচে রয়।
আজ মানুষ লড়ছে করোনার বিরুদ্ধে,
ঘরে থেকে একা একা লিপ্ত জীবন যুদ্ধে।


জীবনের সাথে নিঃসঙ্গতার হল সখ‍্যতা,
করোনার আঘাতে স্তব্দ যান্ত্রিক সভ‍্যত।
নিঃসঙ্গতার এ করাগার ভাঙ্গতে চাও?
ভাইরাস প্রতিরোধে সক্ষমতা বাড়াও।