বিশ্বাসে যদি হও অন্ধ
অন্তরে যদি থাকে দ্বন্দ্ব ,
খুঁজে পাবেনা প্রাণে ছন্দ
হলে আয় রোজগার বন্ধ ।

জ্ঞান যদি না থাকে পরিপূর্ণ
বক্তূতায় হবে দর্পচূর্ণ ,
জীবনে সাফল্য আসবেনা
মুক্তির পথ খুঁজে পাবেনা ।

মহামারী করোনার ভয়ে
মাস্ক পড়ে চল রয়ে সয়ে ,
আবেগে করনা কোন ভুল
ভুল হলে হারাবে দু'কুল ।