কথা ছিল তুমি আসবে ,
আমার দীর্ঘ একাকিত্বের ইতি টানবে ;
আমি তো আর বেদনায় নীল হয়ে
নিঃসঙ্গতায় প্রহর কাটাতে চাই না ,
পথ পানে চেয়ে কারও বিরহের আগুনে
নিজেকে আর পোড়াতেও চাই না ।
তোমার আসা যাওয়া আমায় নির্লিপ্ত
করে দেয় বার বার ,
তোমার প্রতিশ্রুতি আমায় বিভ্রান্ত করে
কষ্ট দেয় অনিবার ।
মন বলে ভালবাসা ভাল নয় ,
যদি না থাকে প্রেম না থাকে বিশ্বাস ;
ছলনার আগুনে পুড়ে ছাই হবে অন্তর ।
কথা ছিল ভালবাসবে ,
তোমার আগমনে বিরহের ক্ষত গুলো মুছে যাবে ;
আমি তো তারই প্রতিক্ষায় প্রহর গুনছি ,
একাকিত্বের প্রহর কেটে যাবে ,
ভালবাসা ফিরে পাব আশায় থেকেছি ।