কথায় কথায় কত কথা বেশী কথা ভাল নয় ,
কথা দিয়েই করা যায় মানুষের মন জয় ,
কথা যদি মিথ‍্যে বলো সম্পর্কের হয় ক্ষয় ;
কথায় কথায় গোপন কথা বলা কিন্তু ভাল নয় ।


মধুর বচন বলবে সবাই মনে থাকে অভিপ্রায় ,
গোপন কথা বলতে সবাই মনের মানুষ চায় ,
মনের কথা বলার মানুষ ক’জন খুঁজে পায় ?
প্রেমের কথা বলবে সবাই হয়না পূরণ অভিপ্রায় ।


কথায় কথায় মিথ্যে বলা ছলনার জাল বুনতে থাকা ,
স্বার্থ কথা বলে বলে প্রেমের বাঁধন ছেড়া ,
কথা শুনে অভিমানে হয়নাতো আর ফেরা ;
কথায় কথায় ভালবাসা মিথ্যে প্রেমের ছবি আঁকা ।