বন্ধু আমায় স্মরণ করো  তোমার দুঃখের দিনে ,
কে যে আপন কে যে পর নিও সেদিন তুমি চিনে ।
আমায় তুমি যতই  ভাবো পর
আমি তোমার কাছেই থাকবো ,
হৃদয় আমার হায় যায় ভেঙ্গে যাক্
তোমাকেই যে ভালবাসবো ।

বন্ধু আমায় স্মরণ করো  তোমার দুঃখের দিনে ,
কে যে আপন কে যে পর নিও সেদিন তুমি চিনে ।

ওগো বন্ধু সুখের দিনে নাইবা ডাকলে কাছে ,
দুঃখের দিনে ডেকো কাছে পাবে আমায় পাশে ;
মনের কথা বলবো আমি আজ
বলবো তোমায় ভালবাসি ,
আমায় তুমি নাওনা আপন করে
প্রেম দাওনা রাশি রাশি ।

আমায় তুমি ভাবতে পার তোমার প্রিয়জন ,
বরণ করে নিতে আমায় কর আয়োজন ।
বন্ধু আমায় স্মরণ করো  তোমার দুঃখের দিনে ,
কে যে আপন কে যে পর নিও সেদিন তুমি চিনে ।