কতটা জানো তুমি আমায়
কতখানি ভালবাসো ?
মন যদি না ই দেবে কেন তবে
এতো কাছে আসো ?
কতটা দিয়েছো তুমি আমায়
নিজেকে উজার করে ?
বুঝিনা আমি কেন যে তোমায়
পাইনা আপন করে !

তবে কি সবকিছু ছলনা তোমার
সবটুকু অভিনয় !
মন নিয়ে যে খেলা করে সে কি
আপন কভূ হয় ?
তোমার দেয়া আঘাত আমায়
দিশেহারা করছে ,
অঙ্গে আমার জ্বলছে আগুন
হৃদয়খানা পুড়ছে ।