একদিন যারে করেছো অবহেলা তুমি ,
আজ কেন কাছে টানো বুঝিনা তা আমি !
প্রেম ছিল যবে তুমি ছিলে বহুদূর ,
স্বপন যা ছিল প্রাণে ভেঙ্গে হলো চুর ।
জীবন আমার ভরা কোমল বিভায় ,
যৌবন জোয়ারে ভাসে প্রেমের প্রভায় ;
সেই ক্ষণে তুমি ছিলে দূর বহুদূর ,
অবহেলায় তুলেছো বিরহের সুর ।
যে তুমি শুধু আমায় দিয়েছো ছলনা ,
আজ কেন কাছে এলে সত্যিটা বলোনা ;
তুমি চেয়েছিলে পেতে বিত্ত বিলাসিতা ,
আমায় ছেড়ে তো তুমি জানি পেয়েছো তা
কেন তুমি ফিরে এলে আমার জীবন,
তবে কি পাও নি সুখ বিত্তের ভুবনে !