ভালবাসি তোমায় আমি
মিথ্যে নয় একরত্তি ,
হৃদয়ে মোর তোমার ছবি
এই কথাটাও সত্যি ।

কৈশোরে তুমি ছিলে মোর
সকল খেলার সাথী ,
যৌবনে মন দেয়া নেয়া
জ্বললো প্রেমের বাতি ।

আমিতো ভুল বুঝিনি তোমায়
রয়েছো হৃদয় কোনে ,
তুমি কেন পথ হারালে প্রিয়া
প্রেমের গহীন বনে ?

ভাললাগার অনেক স্মৃতিই
রয়েছে হৃদয়ে গাথা ,
দূরে সরে গেলে যখন তুমি
অন্তরে জাগে ব্যাথা ।

কি যন্ত্রণা মনে আমার
কইতে পারিনা ,
মনের মানুষ ভুল বুঝলে
সইতে পারিনা ।