নদীর তীরে বাড়ী ছিল
ছোট্ট সুখের নীড় ,
আপন স্বজন বন্ধুরা সব
করতো এসে ভীড় ।


ছিল গোয়াল ভরা গরু
গোলা ভরা ধান,
পুকুর ভরা মাছ দেখিয়া
নাচ তো আমার প্রাণ।


পিঠা পায়েস ছিল কত
নবান্ন উৎসবে,
আশা ছিল মনে কত
সুখের জীবন হবে।


সেই আশাতে জল ঢালিতে
আসলো ভীষণ ঝড়,
সবকিছু মোর কেড়ে নিল
ভাঙ্গলো সুখের ঘর।


এখন আমি নিঃস্ব হয়ে
পথে পথে থাকি ,
আপন বলে ছিল যারা
দিল সবাই ফাঁকি ।


পাড়া পড়শী বন্ধুরা সব
কোনও খবর নিলো না ,
নিদান কালে কেহ এসে
হাত বাড়িয়ে দিলো না ।