হু হু করে বাড়ছে আজ
সব জিনিসের দাম ,
বাঁচবো মোরা কেমন করে
কেরানী মোর নাম !


মাসের শেষে বেতন যা পাই
সংসার তো আর চলে না ,
মিডিয়াতে টক শো তে কেউ
মোদের কথা বলে না ।


সাহস করে বসকে বলি
স্যার গো আর তো পারি না ,
বস বলে দেয় ব্যঙ্গ করে
চাকরি কেন ছাড়িস না ?


চাকরি গেলে খাব টা কি
এখন তবু একবেলা খাই ,
এবার একটু বেতন বাড়ান
অর্ধাহারে মরে যে যাই ।


বেতন কি আর এমনি বাড়ে
বেশী বেশী খাট্ তে হয় ,
কাজ কি মোরা কম করি স্যার
কেরানী জীবন কাম্য নয় ।


যতই তুমি দেখাবে কাজ
বস বলবে তাও আড্ডা বাজ ,
পড়বো এবার বিদ্রোহী সাজ
ভুলে সকল দ্বিধা লাজ ।


অবিলম্বে বেতন বাড়াও ,
নইলে এবার আগুন জ্বালাও ;
আগুন জ্বালাও আগুন জ্বালাও ,
কষ্ট মোদের দূর করে দাও ।