তোমায় ঘিরে জীবনে আমার
কত প্রেম কত যে ভালবাসা,
যৌবনে দুজনার মনে ছিল
নীড় বাঁধার কত স্বপ্ন আশা।


সে দিনের সে মধুময় স্মৃতি
মনে জাগায় বিরহের জ্বালা,
ভাঙ্গা গড়ার এই পৃথিবীতে
চলে বিচ্ছেদের এ কোন খেলা।


যেটুকু কাছে পেয়েছি তোমায়
সবই কি ছিল তা অভিনয়?
খাঁচার পাখিটা বাঁধন ছিড়ে
হঠাৎ কোথায় হারিয়ে যায়?


ভাঙ্গলো খেলাঘর অবশেষে
হায় এই ছিল মোর কপালে!
আপন বলে কেউ নেই আজ
হারিয়ে ফেলেছি সব অকালে।


07/06/2020