বাবু ভাই
বহুদিন দেখিনি তোমায়,
ডিজিটাল ফোন ফেইসবুক মেসেঞ্জার
কোথাও খুঁজে পাই না তোমায়!
অথচ একদিন তুমি আর আমি ছিলাম কত কাছাকাছি,
শৈশব কৈশোরের সেই দিনগুলো আজও
উজ্জ্বল নক্ষত্রের মত দীপ্যমান ;
তখন আমরা শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়তাম,
তুমি নিজেকে ইন্দ্র ভাবতে আমাকে বলতে শ্রীকান্ত!
এক বছরের সিনিয়র ছিলে তাই সব বিষয়ে
তুমিই ছিলে ওস্তাদ আর আমি সাগরেদ ;
মনে পড়ে সেই গোরস্থান অভিযানের কথা,
আচমকা এক অমাবস্যার রাতে এসে বললে
চলো আজ রাতে গোরস্থানে যাই,
আমি বললাম কেন ? উত্তরে তুমি বলেছিলে,
অমাবস্যার রাতে অশরীরী আত্মারা গোরস্থানে আসে,
আমি বললাম, দূর এ সব গাঁজাখুরি গল্প।
তুমি বিজ্ঞের মত বললে, বিশ্বাস করলে না তো
ঠিক আছে আমি একাই যাবো।
আমি লোভ সামলাতে পারিনি সঙ্গী হলাম তোমার,
অমাবস্যার রাত ঘুট ঘুটে অন্ধকার আমরা দুজন
গোরস্থানের একপাশে দাঁড়িয়ে,
আমার হাতে টর্চ তোমার হাতে লাঠি
আমি ভয়ে কাঁপছিলাম তুমি হঠাৎ আমার হাত ধরে
বললে ওরা আসছে , আমি চারিদিকে টর্চের আলো ফেলি
কোথাও কিছু নেই,শুধু কিছু একটা ছুটে যাওয়ার শব্দ পেলাম
তার একটু পরে ই শেয়াল আর কুকুরের মিলিত ডাকে
পুরো গোরস্থান যেন জেগে উঠলো।
সে সময় জোরে বাতাস শুরু হলো , সেই বাতাস
শেয়াল কুকুরের ডাক ছাপিয়ে শিশুর কান্না শুনতে পেলাম
তুমি বললে, শুনলে ওরা কাঁদছে চলো এবার পালাই।
আমি বললাম, কেন আত্মা কেমন দেখবো না!
বললে, দূর আত্মা কি দেখা যায় ওরা তো অশরীরী
বিশ্বাস আর অবিশ্বাসের দোলা চালে আমরা ফিরে এলাম ।
আজও কি তুমি তেমনি সাহসী আছো?
খুব জানতে ইচ্ছে করে।


রুকু আপা
বহুদিন মুখোমুখি হয়নি তোমার
ফেইস বুকে ম্যাসেঞ্জারে দেখি তোমার ছবি
ইচ্ছে হয় কথা বলি, সাহস হয়নি!
আমার কৈশোরের শেষ প্রান্তে
তুমি ছিলে আমরা সবটা জুড়ে,
তুমি আমার মামাত বোন, দু বছরের বড়
খুব ভালবাসতে আমায় অনেক আদর করতে,
আমার প্রচণ্ড জ্বরে আমাকে সারারাত জেগে সেবা করেছো ;
আমাকে কাছে টেনে আমার কপালে চুমু খেতে !
আমি একবার সাহস করে তোমার ঠোঁটে ঠোঁট রাখতে চেয়েছি,
তুমি আমায় বাঁধা দিয়ে বলেছিলে, না এখানে তুমি নও
এখানে অন্য কেউ  !
তুমি কি সুখে আছো সেই অন‍্য কাউকে নিয়ে?
খুব জানতে ইচ্ছে করে।


মধুমিতা
বহুদিন দেখা পাইনি তোমার
তুমি কোথায় আছো কেমন আছো!
খুব জানতে  ইচ্ছে করছে
তুমি কি সেই আগের মত ভালবাসো আমায়?
বড় জানতে ইচ্ছে করে, এখনও কি তুমি
দুঃখ পেলে অভিমানে গাল ফুলিয়ে কাঁদো ?
তুমি আমার প্রেম,আমার প্রথম প্রেম
যৌবনে তোমায় কাছে পেয়েছি, ভালবেসেছি ;
বুঝিনি তোমার ছলনা।
আমি করেছি স্বপ্ন বিলাস
তুমি দিয়েছো মিথ‍্যে আশ্বাস ;
সুখের নেশায় হলে অন‍্যের ঘরনী,
ছিন্ন করে প্রেমের বাঁধন।
দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি তবু ভেবেছি
সুখে তো আছো তুমি,
সত‍্যি কি সুখে আছো তুমি?
খুব জানতে ইচ্ছে করে।


কৃতজ্ঞতা ও অনুপ্রেরণা – মুক্তি রায় চৌধুরীর কথায় ও মান্না দে এর কণ্ঠে গাওয়া বিখ‍্যাত গান- খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই....
তিনটি ঘটনাই আমার জীবনে ঘটেছিল তবে বিশেষ কারনে চরিত্রের নাম গুলো পাল্টে দিলাম।