জীবনের সব ক্লান্তি মুছে ফেলে,
জড়া জীর্ণতাকে পিছনে রেখে,
নতুনের কাছে যেতে চাই ;
হৃদয়ের বন্ধ দ্বার খানা খুলে ,
উদ্দাম উচ্ছাসকে কাছে ডেকে,
সুখের মন্ত্র খুঁজে বেড়াই।