গুটি গুটি পা ফেলে ঐ
খোকন হেটে যায়,
চুপি চুপি যাচ্ছে খোকন
চড়বে ডিঙ্গি নায়।
নায়ে চড়া মায়ের বারণ
শুনবে না সে মানা,
কেমন করে নৌকা চালায়
আছে সবই জানা।
দেখবে খোকন জগতটাকে
নিজের মত করে,
তাইতো খোকন বারে বারে
কত বায়না ধরে।
খোকন সোনার ইচ্ছে ভারী
সাগর দেখতে যাবে,
সাগর তীরের সৈকতে সে
মুক্তো খুঁজে পাবে।