ওরে খোকা একলা বসে ঘরের কোনে ,
জীবন নিয়ে ভাবিস কি তুই মনে মনে ?
সফলভাবে গড়তে হলে জীবনটাকে ,
সবার আগে চিনতে হবে জগতটাকে ।


জগতটা যেন এক আজব চিড়িয়াখানা ,
কত কি আছে এখানে জানা অজানা ;
একে চিনতে হলে পথে নামতে হবে ,
বাঁচার তাগিদে তোমায় লড়তে হবে ।


একা তুমি ঘরের কোনে থাকলে বসে ,
জীবন তোমার নিঃসঙ্গতায় ভরবে শেষে ;
আয়রে খোকা তুই আয় লোকালয়ে আয় ,
পড়শীরা তোর জ্ঞানের ছোঁয়া পেতে চায় ।