খুব বেশী চাওয়া নয় চেয়েছি হৃদয়ে একটু ঠাঁই ,
ভালবাস কিনা জানিনা, বেঁধে রাখবে কি মমতায়!
হানা দেব প্রেমের মোহে, খুলবে কি হৃদয়ের বাতায়ন ?

যখন ওঠে ঝড় মনে, বন্ধ করলে কেন বাতায়ন ?
খুললে যদি হৃদয় দুয়ার, কেন পাই না সেথায় ঠাঁই !
এত কাছে এলে, তবু কি বাঁধবে না প্রেমের মমতায় ?

যদি ভালবাস আমায় প্রেম দিয়ে বাঁধবো মমতায় ,
আমার প্রেমের বার্তা পেয়ে খুলে দিও হৃদয়ের বাতায়ন ,
নি রবে তোমায় ভালবাসবো, তোমার মনে না পেলে ঠাঁই ;


এ হৃদয় ঠাঁই খোঁজে খোলা বাতায়নে যেথা রবো মমতায় ।




ভেবেছিলাম ট্রাইটিনা কবিতা লেখা খুব সহজ হবে কারন এ ধরনের কবিতায় তিনটি পুনরাবৃত্তি শব্দের চয়ন করা হয়, যা চরণে র শেষে প্রদর্শিত হবে আবার শেষ চরণে ঐ তিনটি শব্দ দিয়ে বাক্য চয়ন করতে হবে,ট্রাইটিনা লিখতে যেয়ে দেখলাম বিষয়টি খুব জটিল তবু ও চেষ্টা করে যাবো বাংলা ভাষায় ট্রাইটিনা কবিতা রচনা করতে ।