খোলা হাওয়া বইছে কত এলোমেলো
মন আমার উদাস পাখি হয়ে  গেল ,
আলো ছায়ায় জীবন থাকে অনিশ্চিত ,
মন হারালে প্রেম কি পাবে সুনিশ্চিত !
কত ফুল ফোটে আর পাখি গান গায় ,
কত ছবি আঁকা হয় মনের খাতায় ;
আলেয়ার আলো ভেবে করি কত  ভুল ,
রমণী এসোনা কাছে রেখে খোলা চুল ।


জীবনে যা কিছু  ছিল প্রাণের চাওয়া ,
অনেক কিছুই তার হলোনা পাওয়া ;
পাইনি বলে অনেক কষ্ট হয়েছিল ,
রমণী রমণে সব দুঃখ ঘুচে দিল !
জীবনে আজ কত যে আনন্দ উৎসব,
খোলা হাওয়ায় ভুলি দুঃখ ব‍্যথা সব ।