ক্লিওপেট্রা, ক্লিওপেট্রা তোমার দুচোখে
কামনার আগুন দেখছে সবাই , আমি দেখি
দেশপ্রেমের ব্যাকুলতা ;
ক্লিওপেট্রা, অঙ্গে তোমার কাম মদিরা
অন্তরে প্রেমসূধা, অবিরল গড়িয়ে পড়ে
ভালবাসার আকুলতা ।


দ্বাদশ টলেমীর কন্যা সপ্তম ক্লিওপেট্রা ,
মিশরের সম্রাজ্ঞী তুমি সুন্দরী অপরূপা
প্রেমের আবেশ ছড়াও;
ক্লিওপেট্রা, কামার্ত নারী রূপে তুমি
মানুষের হৃদয় কোনে যুগ যুগ ধরে
কামের আগুন জ্বালাও ।


ক্লিওপেট্রা তোমার প্রেমে দিওয়ানা
হয়েছিল রোমের জুলিয়াস সিজার
রোম সম্রাজ্ঞী হলে তুমি ,
রূপে তোমার মজেছিল শক্তিশালী
মার্কএন্টোনিও সিজারের সেনাপতি
সেও হল তোমার স্বামী ।


ক্লিওপেট্রা তোমারই কারনে রোমানরা
চালায়নি ধ্বংসযজ্ঞ, বেঁচে যায় তোমার
প্রিয় শহর আলেকজান্দ্রিয়া ,
তোমার কারনে আজও টিকে আছে
পিরামিড মমি ফারাওয়ের আবক্ষ মূর্তি
বাঁচালে তারে রূপ যৌবন দিয়া ।