তোমাদের এই শহরে আমি থাকতে আসিনি ,
এখানে থামবো সে কথা কখনও ভাবিনি;
দাঁড়াব না, সামনে এগিয়ে যাব তোমাদের ছেড়ে ;
আমি চলে যাব এখান থেকে বহুদূরে ।
তোমাদের এখানে যা আছে সবই মেকি ,
নতুন বোতলে পুরোনো মদের মত ফাকি ;
চাইলেই তোমরা নিজেকে বদলাতে পারনা ,
ইচ্ছে থাকলেও প্রকাশ্যে বলতে পারনা -
'আমি ক্ষমতা চাই অর্থ চাই পরকিয়া প্রেম চাই '
চাই শুধু চাই যত আছে আরও তত চাই।
তোমরা বহুরূপী বর্ণচোরা সুখের পায়রা ,
সুসময়ের বন্ধু, বিপদে পাশে থাকনা তোমরা ;
তোমাদের দুচোখে প্রতিহিংসা যা আমি চাইনা ;
আরও আছে শঠতা মিথ্যাচার সততা পাইনা,
আছে দুর্নীতি প্রতারণা শোষণ বঞ্চনা ।
তোমাদের কাছে আমি থাকবো না ,
এসেছিলাম তোমাদের হৃদয়ে ঝড় তুলতে ,
পারিনি তা, হয়েছি নিজেই ক্ষতবিক্ষত
পৈশাচিকতার বিষাক্ত নখরাঘাতে ।
আমি আর থামবোনা, সামনে এগিয়ে যাব ,
অজানা কোন গন্তব্যে ঠিকানা খুঁজে নেব।
যেখানে মানুষ আছে বর্ণচোরা বহুরূপী নেই ,
মানুষে মানুষে প্রতিহিংসা বৈরিতা  নেই ;
সেখানে থাকবে ক্লান্তিহীন ভালবাসা ,
থাকবে নির্মল স্নিগ্ধ শান্তিময় বাঁচার আশা।