অনেক গ্রীষ্ম দেখেছি ,
বাংলার জমিনে এতটা দাবদাহ
আগে কখনও দেখিনি !
অনেক উষ্ণতা দেখেছি ,
সূর্য কে এতটা উত্তাপ ছড়াতে
আর কখনও দেখিনি !
আম জাম লিচু কাঁঠালের ভরা মৌসুম
বাজারে এসেছে আরও কত ফল ,
ক্রেতা র অভাবে নষ্ট হয় বাগানে আড়তে
ক্ষুধার জ্বালায় কৃষকের দেহে নাই বল ।

তপ্ত রোদে ফসলের মাঠ হয়েছে বিরান ,
শুকিয়ে গিয়েছে নদী নালা খাল বিল ,
পাখির কূজন থেমে গেছে ,
ফুলের সৌরভ ম্রিয়মাণ, উড়ে না গাংচিল ।
বিদ্যুৎ বিভ্রাট অতিষ্ঠ জনজীবন,
জ্বালানি সংকট , শ্রমিক অসন্তোষ ;
উৎপাদন নেই, শিল্পপতির কপালে ভাজ ,
দ্রব‍্য মূল‍্যের ঊর্ধ্বগতি মধ্যবিত্তের রোষ ।

ডলার সংকট, স্থবির অর্থনীতি ,
তবু থেমে নেই বঞ্চনার ভ্রান্ত রাজনীতি ।

অশনি সংকেত চারিদিকে মহা প্রলয়ের  
মৃত‍্যুর বিভীষিকা জাগে লোকালয়ে ,
সবুজ শ‍্যামল এই বাংলার জমিনে  
জনতা নিশ্চুপ শকুনি মামাদের ভয়ে ।

দাবদাহে অতিষ্ঠ মানুষ মুক্তির পথ খোঁজে
পেতে চায় স্নিগ্ধ হাওয়া ,অবিরল বারিধারা,
বৃষ্টি কামনায় , দিশেহারা মানুষেরা
প্রার্থনার হাত তোলে হয়ে আত্মহারা ।
অনেক গ্রীষ্ম দেখেছি ,
বাংলার জমিনে এতটা হাহাকার
আগে কখনও দেখিনি !
অনেক দেশ দেখেছি
বাংলার মত এমন নাজুক কোমল
অঙ্গ কোথাও দেখিনি ।