ইতিমধ্যে সব পাতা ঝরে গেছে,
ঠিক যেমন তোমার জীবনে আমি
তুমি হাঁটছিলে কুয়াশা এসে জাপটে ধরে
অসতর্ক ভাবে হারালে পথ তুমি ,
হারালে আমায়, যা তোমার আমার
হৃদয়ে দূরত্বের বাধা তৈরি করে দিল।
একটি শূন্যতাও তৈরি হলো
আমরা আলাদা হয়ে গেলাম ।
শুধু তোমার অনর্থক অহংকারে
এমন নাশকতা ঘটে গেল জীবনে ।
এখন আমার কাছে যা বাকি আছে
তা শুধু আমার অস্থি মজ্জার দেহ
ছিন্নভিন্ন, ঠান্ডা অলঙ্কার সহ
যাকে তুমি নিঃস্ব করে দিলে ;
এখন শুধু একটি আরামদায়ক
বসন্ত দিনের আশা ।