মায়ের কথা পড়ে মনে
সকল কাজের ফাঁকে,
মায়ের মত কে বল আর
আমার খেয়াল রাখে।


খুব সকালে আযান শুনে
ভাঙ্গতো মায়ের ঘুম,
ঘুম ভাঙ্গাতে মা যে আমার
কপালে দিতেন চুম।


মায়ের কথা পড়লে মনে
হৃদয়ে জাগে ব‍্যথা,
মায়ের মত কে বল আর
ভাববে আমার কথা।


মা হারিয়ে এখন আমি
হলাম চাতক পাখি,
আকাশে ঐ তারার মেলায়
মায়ের ছবি আঁকি।