মধ্যবিত্ত মন কাচের ঘেরাটোপে
বন্দী হয়ে থাকে সারাক্ষণ ,
কখনও আলোর ঝলকানি
কখনও গভীর আলোড়ন !
জীবনের সীমারেখা খুঁজে পায় ঠিকানা ,
যেন রূপকথার জিয়নকাঠি ;
যেখানে বারো মাস সুখবিলাস ,
তবু দুঃখ বেদনার পথ ধরে হাঁটি ।
আজ এই বসুধায় সব কেনা যায় ,
সুখ, স্বাচ্ছন্দ্য, চিকিৎসা জ্ঞান বিজ্ঞান ;
এমনকি স্বপ্ন ও আজ কেনা যায়  ,
ভালবাসা পরাহত  বিত্তের মাঝে ওষ্ঠাগত প্রাণ ।
উপরে তাকানো নিষেধ তাই নিচেই তাকাই
দেখি ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে
নাকে চাপা দেওয়ার জন্য খুঁজি সুগন্ধি রুমাল।
কালো কপড়ে ঢাকা মধ্যবিত্ত কাতরাচ্ছে ,
শীতাতপে থাকা মানুষেরা বিবেক হারাচ্ছে ।
উপরে উঠার সিড়ি বাঁশের মত পিচ্ছিল
ভাঙ্গতে পারিনা কাচের দেয়াল
উর্ধ্বগতি আমাদের নয়
জানিনা বিধাতার এ কোন খেয়াল ।