অনেক প্রতীক্ষার শেষে এসেছিলাম মক্কা মদিনার দেশে ,
এসেছিলাম বাইতুল্লাহ্ র কাছে হজ্জ পালনের উদ্দেশ্যে ।
আল্লাহর অশেষ কৃপায় হজ্জের সকল নিয়ম পালন করেছি ,
ইহরাম বেধেছি নামাজ পড়েছি হজ্জের নিয়ত করেছি ।
ওমরাহ্ করেছি জিয়ারা করেছি চেয়েছি খোদার কাছে ক্ষমা ,
যে টুকু আমল করেছি সব খোদা তোমার রাহে রেখেছি জমা ।
আল্লার ঘর তওয়াব শেষে দোয়া করেছি সকলের কল্যাণে ,
হৃদয়ে অনেক ব্যথা নিয়ে মক্কা ছেড়েছি শান্তির সন্ধানে ।
মদিনায় এসেছি নবীজির রওজায় সালাম জানাতে একান্তে ,
মসজিদে নববীতে নামাজ শেষে খোদা চেয়েছি ক্ষমা দিনান্তে ।
আজ এলো সেইদিন ছেড়ে যাবার ইসলামের পবিত্র ভূমি ,
সোনার মদিনা ছেড়ে যাব আজ ক্ষমা করো প্রভু মোরে তুমি ।