জীবন যেমন দ্বন্দ্বময় ,
মন ও তেমনি ছন্দময় ;
মন ছুটে যায় বল্গা হীন ,
জীবন তো নয় শঙ্কা হীন ।


মনের মাঝে অচিন পাখি
বাঁধলো এসে বাসা .
আপন করে পেতে তারে
দিলাম ভালবাসা ;
জীবন তরী বাইতে এসে
ভাঙ্গলো যে তার ডানা ,
উড়াল দিতে পারেনা তাও
ধরতে তারে মানা ।


ছলনাতে পোড়ায় মন ,
উজাড় হলো কুঞ্জবন ;
মনের সাথে মন বাঁধা ,
তাও জীবন ছেঁড়া পাতা !


      *****


*আসরের শ্রদ্ধেয় প্রজ্ঞাবান কবি গোপাল চন্দ্র সরকার এর কবিতা মন ও আমি কবিতায় মন্তব্য করার সময় এই কবিতার প্রথম দুটি চরণ রচনা করেছিলাম তাই কবিতাটি শ্রদ্ধেয় কবি গোপাল চন্দ্র সরকার কে উৎসর্গ করলাম ।