মিথ্যে এত কি ভাবছো বন্ধু সুধী জন ,
জন্মিলে মরিতে হয় রাখিও স্মরণ
নিবিষ্ট চিত্তে কি ভাবো ওহে মহাজন ;
কতকাল আগলাবে ঐ যক্ষের ধন ।


যখন স্বার্থ আসিয়া সামনে দাড়ায়,
হত দরিদ্র মানুষ করে আহাজারী
ক্ষুধার জ্বালায় তারা করে ধন চুরি;
ন্যায় অন্যায় মানুষ সব ভুলে যায় ।


রুদ্ররোষের ঐ তীব্র দহন অন্তরে ,
শান্তি আসবে না মনে যন্তরে মন্তরে ।


মানুষ যখন হয় নিজে হন্তারক ,
সঙ্গী হয় সকলের হিংসা ও বিদ্বেষ ,
ঘরে ঘরে থাকে যদি ভণ্ড প্রতারক ।
মানবতা অচিরেই হবে যে নিঃশেষ ।