মনের মানুষ যদি থাকে দূরে দূরে,
ভাবনা হয় না জানি কোথায় হারায় ;
পথ হারিয়ে না জানি কত কষ্ট পায়,
সঙ্গী ছাড়া মনটা যে যায় ভেঙ্গে চুরে।


মিথ‍্যে অভিমানে কেন রইবে সে দূরে,
ভালবাসি বলে কাছে পেতে মন চায় ;
কত স্মৃতি কত গান মনে পড়ে যায়,
কেন বুঝেনা সে আছে মোর মন জুড়ে।


কত প্রেম কত স্পর্শ কত শিহড়ন,
তার হাসিমুখ প্রাণে জাগে আলোরণ।


পূর্ণিমার রাত যেন না যায় বিফলে,
তার কথা মনে জাগে শুধু পলে পলে ;
বিরহের নদী পার হয়ে যেতে চাই,
যারে ভালবাসি তারে যেন কাছে পাই।