জানিনা কোথায় কেমন করে
আদম হাওয়ার দেখা হয়েছিল
কিসের আশায় কেমন করে
তারা মিলন বাসরে মেতে উঠেছিল
জন্ম দিয়েছিল অসংখ্য মানুষ
সে-মানুষ ঠাঁই খুঁজে পায় মর্ত্যে
যুগে-যুগে মানুষের অধ্যবসায়
মানব সভ্যতা পথ খুঁজে পায়
তারপর দীর্ঘ পথ চলা অজানার পথ ধরে
পৃথিবীর নিয়ন্তা হয়ে যায় আদম হাওয়ার সন্তান
মেধা বুদ্ধি জ্ঞান স্মৃতি ভাবনা অভিজ্ঞতার শক্তিতে
অত:পর পরিবেশে বদলে গেল
বাক্‌পতি জন্ম নিয়েছিলো সেই কালে,
কিছু লোক হেঁটে যায়  ভিন্ন পথ ধরে
স্বাভাবিক পথ দিয়ে নয়
হিংসা লোভ স্বার্থ আর আধিপত্যের বাসনায়
মানুষ বদলে যায় , ওঠে ঝড় বিভেদের
মানুষ হয় মানুষের দুশমন
তারপর যুদ্ধ , তারপর ধ্বংস !
তবু মানুষ বেঁচে থাকে , ধ্বংসস্তুপ থেকে উঠে
নতুন করে আবার গড়ে বসতি
গড়ে সংসার ,পরিবার ,সমাজ ও সমাজপতি
অবশেষে আবার সেই …......।