মানব নামের প্রজাতিটা
বিচিত্র এক সৃষ্টি,
নতুন নতুন বস্তু বানায়
পড়ে সবার দৃষ্টি।
পাথর ঘসে প্রথম যেদিন
আগুন জ্বালায় মানুষ,
নতুন কিছু সৃষ্টি করার
খুঁজে পেলো তার হুশ।
ভাবনা করার শক্তি পেলো
বাঁচার লাগি খাদ‍্য,
আত্মরক্ষার অস্ত্র পেলো
আনন্দে বাজায় বাদ‍্য।
ঝড় বৃষ্টিতে বাচাঁর লাগি
মাথা গোঁজার ঠাঁই,
চলার পথে ভাবে আরও
অনেক কিছু চাই।
বাড়ি গাড়ি বানায় তারা
বানায় যন্ত্র যান,
জলে স্থলে আকাশ পথে
সচল তাদের প্রাণ।

শক্তি মত্তা শৌর্য বীর্যে
কেউ হয়ে যায় রাজা ,
দুর্বল যারা সহজ সরল
তারাই রাজার প্রজা ।
বিশ্ব মাঝে কত মানুষ
কত তাদের মত ,
নানা জাতি নানা ধর্ম
ভিন্ন চলার পথ ।
এমনি করে জাতি ধর্মে
শুরু হয় দ্বন্দ্ব ,
যুদ্ধ করে মরলো কত
হয়নি আজও বন্ধ ।

এত কিছুর পরেও মানুষ
নতুন কিছু বানায় ,
কম্পিউটার আর স্মার্ট ফোনে
দুনিয়া টা কাঁপায় ।
নিত্য নতুন মারণাস্ত্র
বিস্ময়কর রোবট ,
প্রযুক্তি তে গড়া সভ্যতা
হয়েছে আজ প্রকট ।
প্রকৃতি তে তবু আসে  
দুর্যোগ মহামারী  
কেড়ে নিলো কত যে প্রাণ
কত আহাজারি

বিচিত্র এ মানবজীবন
বিচিত্র তার ভাবনা ,
এত কিছু পেয়েও মনে
না পাওয়ার বেদনা ।
সুখে দুঃখে জীবন কাটে
এই ধরণীর বুকে,
কেউ আবার জীবন কাটায়
ভক্তি তে মাথা ঠুকে।