করনা বড়াই ক্ষমতা পেয়ে
একদিন তা থাকবেনা,
তখন তোমায় আশ্রয় দেবে
এমন কাউকে পাবেনা।
ধন সম্পদ অঢেল তোমার
মানুষকে ভাব গোলাম,
বাড়ী গাড়ী পেয়েও ভাব তুমি
জীবনে কিইবা পেলাম !
যার আছে জীর্ণ কুটির সে ভাবে
সবই যে খোদার দান ,
যা আছে তাই নিয়ে থাকি সুখে
করি মানবের কল‍্যান।
মান সম্মাণ যতই থাকুক
করনা কেউ অহংকার,
সুখে দুঃখে সরল মনে সদা
নাম নিও সৃষ্টি কর্তার।