খুব বেশী কথা নয় তবে মূল‍্যবান,
একবারো কি ভেবেছো সে কেমন কথা?
ধরণীর বুকে আছে যত ধনবান,
কখনো বুঝে না তারা এতিমের ব‍্যথা।


খুব বেশী কথা নয় অল্প তবে সূক্ষ্ম,
অন্তরে গেঁথে যাওয়া তীব্র হুইসেল ;
মিষ্টি মধুর নয় সে কথা অতি রুক্ষ,
সত‍্য কথা তিতা লাগে মারে না সে তেল।


কথার কথা নয় সে কঠিন বাস্তব,
পড়লে মনে সে কথা থাকবে না ক্লান্তি ;
গল্প কথা বলছি না, নয় অবাস্তব
হৃদয় দিয়ে ভাবলে দূর হবে ভ্রান্তি।


ভালবেসে খোলা মনে শোনো সেই কথা,
দুস্থ জনে দাও প্রেম ঘুচে যাবে ব‍্যথা।