ছুটবো আমি ঝড়ের বেগে
বাধার পাহাড় ভেঙ্গেচুরে ,
থাকবোনা গো লুকিয়ে আর
বিবশ হয়ে অন্তঃপুরে ।


রুখতে আমায় পারবেনা কেউ
দুঃখ সুখের বাঁধন দিয়ে ,
ছিন্ন করে সকল মায়া
যাবই আমি দিক ছাড়িয়ে ।


আকাশ আমায় ডাকছে কেবল
তার বুকেতে থাকতে ,
বাতাস আমায় নিয়ে যাবে
মেঘের সনে ভাসতে ।


দুর্নীতি আর দুঃশাসনের
হবে এবার অবসান ,
সত্য পথের পথিক যারা
হচ্ছে তারা আগুয়ান ।


আমিও যাব ওদের সাথে
ধরবো ন্যায়ের পথ ,
এগিয়ে যাব বীরের বেশে
আছে মনোরথ ।