লক্ষ হাজার বছর ধরে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে ;
মানুষ আজও আছে টিকে বিবর্তিত এ বিশ্বজুড়ে।
প্লাবন জলোচ্ছাসে ভেসে, দুর্যোগ মহামারী পেরিয়ে,
আগ্নেয়গিরির লাভা,ভূমিকম্প দাবানল এড়িয়ে ;
টিকে আছে বিশ্বে মানুষ, কর্ম আর মেধার বলে,
নিত‍্য নতুন সভ‍্যতা গড়ে ওরা নানান কৌশলে।
মানুষের ঐ কর্মযজ্ঞ মানুষকে করেছে মহীয়ান,
সৃষ্টি সুখের উল্লাসে মানুষ নিজে হয়েছে গরীয়ান।
মানুষে মানুষে মহামিলনে গড়ে উঠেছে লোকালয়,
পরিবার সমাজ রাষ্ট্র পেতে হল কত জীবন ক্ষয়।
ক্ষমতার দম্ভে মানুষ হয়ে ওঠে চেঙ্গিস হিটলার,
যুগে যুগে ওদের হাতে হয়েছে কত জীবন সংহার।
তবুও মানুষ টিকে আছে সব বাঁধাকে করে জয়,
দুর্যোগ মহামারী যুদ্ধকে কভু পায়না তারা ভয়।