পরের দুঃখে কাতর মানুষ কাউকে খুজে পাইনা ,
মানুষ পশুতে কি ভেদাভেদ ঠিক তা এখন বুঝিনা ;
সদা সত্য কথা বলবে কাউকে বলতে শুনিনা ,
গুরুজনকে মান্য করে এমন কাউকে দেখিনা ।
লেখাপড়া করে যে গাড়ীচাপা পড়ে সে ,
চিটিংবাজী করে যে এরোপ্লেনে চড়ে সে ;
সন্ত্রাসী নেশাখোর আজ দেশ ও জাতির নেতা ,
ঠগবাজ ধান্ধাবাজরাই আজ সমাজের মাথা ।
সৎ মানুষের নাই কোন ঠাই এই ধরণীর বুকে ,
ধনী আরও ধনী হচ্ছে গরীব মরে দুঃখ শোকে ;
মানুষ কেন নিজর হাতে মানুষেরই রক্ত ঝড়ায় ,
ভেদাভেদ করে মানুষ কেন এত হিংসা ছড়ায় !
কবে হবে মানুষের বোধোদয় , কবে হবে শিক্ষা ?
মানবসেবার অঙ্গীকারে কবে নেবে তারা দীক্ষা ?