তুমি কি মানুষ ! তবে শোনো  
কখনও কি তুমি নিজের কথা ভেবেছো ?
বুঝতে পেরেছ তুমি কি করতে পারো
আর কি পারো না ?
কখনও কি যাচাই করে দেখেছো কতটুকু
সামর্থ্য আছে তোমার কিছু করার ?
হয়তো তুমি তা জানো না ।
ফসিল আর নৃতত্ত্ব ঘেঁটে নিজেকে জানার
চেষ্টা করেছো কখনও ?
তোমার ভেতরে রয়েছে প্রকৃতি কে জয় করার
অদম্য শক্তি অনুভব করেছো কখনও ?
এ ধরাতলে সকল জীবের একটাই প্রত্যাশা
বেঁচে থাকা , তাই তারা লড়াই করে
জীবন ধারনের পথ খোঁজে ।
তোমার ও জীবন আছে তুমিও বাঁচার জন্য করছো লড়াই ,
তবে তুমি মানুষ, প্রাণী জগতে শ্রেষ্ঠ তুমি ,
তোমার যা আছে আর কারও তা নেই ;
সব প্রাণীর ই মগজ আছে তোমার ও আছে ,
কিন্তু তোমার মত কারও মগজে  
চিন্তা শক্তি মেধা ও বিবেক নেই ,
নেই নতুন কিছু আবিষ্কারের অদম্য বাসনা ,
নেই প্রকৃতিকে জয় করার ধি-শক্তি ,
যা আছে তোমার ।
অতএব তুমি আর হতাশায় নিজেকে রেখো না জড়িয়ে ,
নিজের যে টুকু সামর্থ্য আছে তাই দিয়ে
লড়াই করো ;
সক্রেটিসের সূত্র মেনে নিজেকে জানো ,
নিজের সব মানবিক দুরাচার দূরে ঠেলে
কল্যাণের পথ ধরো ।