পাহাড় আর পাহাড় পাদদেশে মরু প্রান্তর ,
মক্কা থেকে মদিনার পথ কতই না দুর্গম ;
মক্কা ছেড়ে যেতে আজ মোর কাঁপে অন্তর
পাহাড় আর পাহাড় পাদদেশে মরু প্রান্তর ।
কাবা ছেড়ে নবীজির রওজায় গতি মন্থর ,
আর দেবে না শুদ্ধ পানি মোরে কুপ জমজম ;
পাহাড় আর পাহাড় পাদদেশে মরু প্রান্তর ,
মক্কা থেকে মদিনার পথ কতই না দুর্গম ।