বাংলাদেশে জনম মোদের
বাংলাদেশেই মরণ,
বাংলাদেশের পথে প্রান্তরে
ফেলছি মোরা চরণ।
সবুজ শ‍্যামলে ফুলে ফলে
সুশোভিত এই দেশ,
প্রকৃতির অপরূপ দান
মাতৃভূমি বাংলাদেশ।
এখনও আছে এই দেশে
নদী নালা খাল বিল,
শাপলা শালুক পদ্ম আছে
নেই মাছে ভরা ঝিল।
নদীতে পাল তোলা নৌকা নেই
নেই ভাটিয়ালী গান,
জোয়ার ভাটা সবই আছে
তবু নদী ম্রিয়মাণ।
বাংলাদেশ মোর প্রিয় দেশ
রক্তে কেনা স্বাধীনতা,
লাখো শহীদ জীবন দিয়ে
ঘুচালো পরাধীনতা।