মায়া
ভালবাসা
স্নেহ প্রেম প্রীতি
সকলে চায় তবু যেন
ছাঁয়া।



ঘুম নেই
দুটি চোখে,
আকাশে তারারা
মিটিমিটি আলো ছড়ায়
রাতভর।



গুরু
এই কি শুরু,
শিক্ষা দিক্ষা ভিক্ষা
যে যার মত করছে দেখো
শুরু।



প্রিয়া
কাপছে হিয়া
মন হারিয়ে কাঁদছি
মনের বদলে মন চাই গো
রিয়া।


রিয়া –আরবী শব্দ অর্থ অত‍্যন্ত প্রিয়



নীতি
রাজারনীতি
সে যে কঠিন অতি
আম জনতার মনে অনেক
ভীতি!



গরীব
দুঃখী যারা,
ক্ষুধায় মরে তারা ;
ধনীর অত‍্যাচার এমনই
নসীব।


০৫/০৫/২০২১